ফাইল ছবি
এই মুহূর্তে টেলিভিশন দুনিয়ার ‘রিয়েলিটি কুইন’ বলা হচ্ছে রুবিনা দিলেইককে। বিগ বস জয়ের পর ‘খতরোঁ কা খিলাড়ি’, এবার ‘ঝলক দিখলা যা’-তেও আসতে চলেছেন তিনি। তবে এত সাফল্যের মাঝে ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে এগোতে চান রুবিনা। ক্যারিয়ারে সাফল্য-ব্যর্থতা নিয়ে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন তিনি। নিজের সাফল্য প্রসঙ্গে রুবিনা বলেন, ‘আমার জীবনে ৭০ শতাংশই ব্যর্থতা, বাকি ৩০ শতাংশ সাফল্য। আমি সফলতার দিকে ফিরেও তাকাই না। ব্যর্থতাকে সঙ্গী করে চলি। ব্যর্থতা থেকেই শিক্ষা নিই। ব্যর্থতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।’
তবে পরপর রিয়েলিটি অনুষ্ঠানটিতে রুবিনাকে দেখে দর্শকের একঘেয়েমি চলে আসতে পারে বলে মনে করেন অনেকে। একঘেয়েমি লাগতে পারে তাঁর নিজেরও। তবে ছোট পর্দার এই তারকা এই মন্তব্যের সঙ্গে একমত নন, ‘আপনি যখন নিজের কাজটা উপভোগ করবেন, তখন সেটা কখনোই একঘেয়ে লাগবে না। শারীরিকভাবেও ক্লান্ত হবেন না। ‘খতরোঁ কা খিলাড়ি’র লম্বা শিডিউলের পর মুম্বাই ফিরে এসে ‘ঝলক দিখলা যা’র জন্য রোজ নাচের মহড়া দিতে হতো। সবকিছুই দারুণ উপভোগ করছি।’
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT