Commerce Minister calls on journalists to publish objective news
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী এমপি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি যাতে আরও ভালো হয় সেজন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা ও একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় জেলা প্রশাসন কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত স্থানীয় ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
টিপু মুনশি রংপুরের ২৯ জন সাংবাদিকের প্রত্যেককে কোভিড-১৯ মহামারী চলাকালীন তাদের মুখোমুখি হওয়া অসুবিধা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।
টিপু মুনশি বলেন, "বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ শতাংশ যেখানে পাকিস্তানে ৩৫ শতাংশ। জনগণের দুর্ভোগ সত্ত্বেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালোই চলছে।"
সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে দরিদ্রদের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করছে। এখন পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে হাহাকার নেই।
"বিশ্বব্যাপী পরিস্থিতির উন্নতি হলে দেশের মানুষ আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে," যোগ করেন মন্ত্রী।
রংপুরের জেলা প্রশাসক ডাঃ চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মোঃ আবু জাফর, জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, প্রেসক্লাব রংপুরের সভাপতি মাহাবুব রহমান হাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT