পরিচালক, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলী পারিশ্রমিক না পাওয়া নিয়ে সরব হয়েছেনছবি: সংগৃহীত
কয়েক মাসে বেশ কয়েকজন পরিচালক, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলী পারিশ্রমিক না পাওয়া নিয়ে সরব হয়েছেন। মূলত ফেসবুক পোস্টেই নিজেদের ক্ষোভ জানিয়েছেন তাঁরা। পাওনা পারিশ্রমিক নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণ, মান–সম্মানের ভয়েও যদি টনক নড়ে। ভুক্তভোগীরা জানিয়েছেন, পাওনা কবে পাবেন, তাঁরা জানেন না। কেউ ফোন ধরেন না। কেউ আবার বলেই দিচ্ছেন টাকা দেবেন না। কাজ না পাওয়ার ভয়ে পাওনাবঞ্চিতরা সংগঠনেও মুখ খুলতে ভয় পান।
পারিশ্রমিক না দেওয়ার বেশির ভাগ অভিযোগ নির্মাতা ও প্রযোজকদের বিরুদ্ধে। আবার অনেক প্রযোজকের অভিযোগ, পরিচালকেরা টাকা নিয়ে কাজ করেননি। তবে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজ শেষ করার পর শিল্পী, কলাকুশলীদের পারিশ্রমিক না দেওয়া অনেক নির্মাতা ও প্রযোজকের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অভিনয়শিল্পী ছাড়াও ক্যামেরাম্যান, আর্ট, প্রডাকশন বয়সহ অনেকেই নিয়মিত টাকার জন্য ধরনা দিচ্ছেন। গত ঈদের আগে নির্মাতা আবু হায়াত মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘আর কত অপেক্ষা করব? ছয় বছর ধরে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আমাকে একটি দীর্ঘ ধারাবাহিকের (১৬৮ পর্ব) পরিচালক সম্মানীর হিসাব দিচ্ছেন না। চাইলেই বলেন, এই বসি বসছি, হিসাব দিচ্ছি। ধৈর্যটা বেশি দিন ধরে ফেলেছি। খুব শিগগিরই নাম, ছবিসহ প্রকাশ করব।’ এই স্ট্যাটাসের নিচে পরিচালক গোলাম সোহরাব মন্তব্য করেছেন, ‘একজন প্রথিতযশা প্রযোজকের ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলাম, এক প্রথম সারির চ্যানেলের জন্য ৯ বছর আগে। রেমুনারেশন পাই নাই এখনো।’ পরিচালক ইমরাউল রাফাত লিখেছেন, তিনিও পাঁচ বছর ধরে পারিশ্রমিকের পেছনে ঘুরছেন। আরেক পরিচালক রিজাউল রিজু মন্তব্য করেছেন, ‘আমিও ক্লান্ত’।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT