• ঢাকা
  • |
  • শনিবার, ১৭ই মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

জাতীয়

না.গঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন চন্দনশীল

বুনন নিউজ

রবিবার, ১১ই সেপ্টেম্বর ২০২২

না.গঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন চন্দনশীল

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীল।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে শনিবার (১০ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সুজিত সরকার।

 ্গত ৪ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ছিলেন বাবু চন্দনশীল। জমা দিয়েছে ৭ সেপ্টেম্বর।

তাঁর সাথে মনোনয়ন লড়াইয়ে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ মোট ৭ জন।

তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

সর্বশেষ সংবাদ